Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী–৫ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৪:০৭

নোয়াখালী–৫ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নয়াপল্টনে মানববন্ধন

ঢাকা: নোয়াখালী–৫ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক। তাদের দাবি, এই মনোনয়ন এলাকাবাসীর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে দু’শ থেকে আড়াইশ মানুষ অংশ নেন।

আয়োজকদের অভিযোগ— স্থানীয় রাজনীতির বাস্তবতা, তৃণমূলের মতামত ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম— সবকিছু উপেক্ষা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দলকে গুরুতর সংকটে ফেলতে পারে।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ। তিনি বলেন, ‘নোয়াখালী–৫–এ যিনি জনগণের সঙ্গে মাটিতে নেই, তাকে চাপিয়ে দিলে দলকে ভুগতে হবে।’

বিজ্ঞাপন

যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল বলেন, ‘এই মনোনয়ন তৃণমূলের মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছে। আমরা এটাকে মানি না।’

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, ‘এভাবে বিতর্কিত মনোনয়ন দিলে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়বে, সমন্বয় নষ্ট হবে।’

সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের দাবি, ‘এ আসনে গ্রহণযোগ্য, পরিশীলিত ও জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতৃত্ব দরকার। ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা চলবে না।’

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নয়াপল্টন কার্যালয় থেকে একটি মিছিল বের করেন। নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

বিক্ষোভকারীরা দলীয় উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন দ্রুত পুনর্বিবেচনা এবং বাতিলের দাবিও জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর