ঢাকা: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের রায়কে ঐতিহাসিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জন। পুনঃপ্রবর্তনের রায় জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সুশাসন প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ।
তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জনগণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় ছিল। এই রায়ের মাধ্যমে সেই প্রত্যাশার দিগন্ত উন্মোচিত হলো।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনে করে, সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ এটি ইতিবাচকভাবে গ্রহণ করে জাতীয় ঐক্য গড়ে তুলবে, যাতে ভবিষ্যতের নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।