Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল জনগণের বিজয়: খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৯:০৪

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল ঘোষণা করার পর দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে একদলীয় ‘আওয়ামী ফ্যাসিবাদী শাসন’ দীর্ঘায়িত হয়। বিরোধী দল ও ভিন্নমতের ওপর দমন-পীড়ন, গুম, অপহরণ, নির্যাতনসহ বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জননিরাপত্তাও হুমকির মুখে পড়ে বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের যে রায় দিয়েছেন, তা দেশবাসীর জন্য আনন্দের। এটি জনগণের বিজয় এবং আজকের দিনটি ‘ঐতিহাসিক’। এই রায় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে।

নেতৃদ্বয় বলেন, ক্ষমতার পটপরিবর্তনকালীন সহিংসতা ঠেকাতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। এই রায় ঘোষণার পেছনে যারা ভূমিকা রেখেছেন তাদের সবাইকে তারা মোবারকবাদ জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর