Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানতে হবে: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৮:১৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৯:০৪

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের সর্বশেষ রায়ের প্রেক্ষিতে আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার দাবি, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সাংবিধানিকভাবে পুনর্বহাল হতে আরও অন্তত পাঁচ বছর সময় লাগবে। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্তমান সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণ বা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই; কোনো দলের রাজনৈতিক লক্ষ্য বা দেশি-বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগও নেই।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক দরপত্র ছাড়াই চট্টগ্রাম ও কেরানীগঞ্জে দুটি কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের গোপন চুক্তি করেছে বর্তমান সরকার, যা জাতীয় স্বার্থবিরোধী এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতার বাইরে।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে উদ্ভূত উত্তেজনা ও উদ্বেগ মোকাবিলায় বর্তমান সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা করতে হবে। সুষ্ঠু নির্বাচনই দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর