ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের সুস্থ বিকাশ এবং ক্ষমতার অপব্যবহার রোধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের রায় দেশে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, এ রায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ করবে এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। এ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।
রিজভী অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন।
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এনে দিয়েছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ এ ব্যবস্থা বাতিল করেছিল।’
তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত প্রসঙ্গে রিজভী বলেন, ‘দেশের সংকটাপন্ন পরিস্থিতিতে অসুস্থ ও ক্ষুধার্ত মানুষের কথা বিবেচনায় রেখে জন্মদিন উদযাপন থেকে সরে এসেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হবে।’
শেখ হাসিনার শাসনব্যবস্থার সমালোচনা করে রিজভী বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হলে মানবতা থাকে না। শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলেই নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন। বাংলাদেশে তার মতো কঠোরতা আর কেউ দেখায়নি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিথুনসহ দলের অন্যান্য নেতারা।