Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের আপসহীন নেতা ছিলেন মুজাহিদ: ডা. শফিকুর

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ০৯:০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ইসলামী আন্দোলনের আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে মুজাহিদ সততা, দক্ষতা ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেন। রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করে এবং সাজানো সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে—জামায়াত নেতাদের বিরুদ্ধে পূর্বের রায়গুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক। যে প্রধান বিচারপতি মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন, পরে তিনিই দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিক জানান, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি বলেন, শহিদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতাদের ত্যাগ-রক্তের বিনিময়ে দেশে একদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। জাতি আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে বলেও তিনি মন্তব্য করেন। মুজাহিদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে দলের নেতাকর্মীকে তার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর