ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও ঢাকা-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে প্রকৃত উন্নয়নের রূপকার ছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসকরা বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে। দেশের প্রতিটি সড়কের বেহাল দশা প্রমাণ করে যে উন্নয়নের নামে লুটপাটই ছিল তাদের প্রধান লক্ষ্য। তাদের উন্নয়ন ছিল লোহার পরিবর্তে বাঁশ, আর ইটের পরিবর্তে মাটি ব্যবহার করা। মেগা প্রকল্পের আড়ালে ‘মেগা দুর্নীতি’ করাই তাদের মূল উদ্দেশ্য ছিল।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শামসুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং মো. মাইনুল ইসলাম প্রমুখ।
আফরোজা আব্বাস বলেন, ‘এই এলাকায় আমি ও আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমাদের পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী মির্জা আব্বাস শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সবসময় সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। অনেকেই এমপি হয়ে এলাকার খোঁজ রাখেন না, এলাকায় থাকেন না, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু আমি ও আমার পরিবার ছায়ার মতো আপনাদের পাশে থাকবো।’