Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের বিচারের দাবিতে এনসিপির মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:৪৩

আ.লীগের বিচারের দাবিতে এনসিপির মিছিল।

ঢাকা: শেখ হাসিনার বিচার কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর শাখা।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার পর বাংলামোটরের নেভিগলির সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ শ্রমিক শক্তি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও মিছিলে অংশ নেন।

বিজ্ঞাপন

মিছিলে অংশগ্রহণকারীরা ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শাহবাগ হয়ে মৎস্যভবন এলাকা প্রদক্ষিণ করে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর