Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১১:৫৭

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ।

ঢাকা: বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাক্ষাৎকালে দুদেশের সম্পর্ক ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।

এদিকে, আজ রোববার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের। বিকেলে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সকালে ঢাকায় আসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর