Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কত শতাংশ ভোট পাবে বিএনপি-জামায়াত-এনসিপি, জানাল আইআরআই

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৩:০৪

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সমর্থন কোন দিকে—তা নিয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জরিপে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। জরিপ মতে, এখনই নির্বাচন হলে ৩০ শতাংশ ভোটার বিএনপিকে, ২৬ শতাংশ জামায়াতে ইসলামীকে, এবং ৬ শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবেন।

মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ এই অলাভজনক প্রতিষ্ঠানটি জানিয়েছে— জরিপটিতে দেশের আট বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় ৪ হাজার ৯৮৫ জন ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকের সাক্ষাৎকার নেওয়া হয়। রাঙামাটি জেলার নমুনা অন্তর্ভুক্ত হয়নি। জরিপ পরিচালনা করা হয় সিএপিআই পদ্ধতিতে, ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

বিজ্ঞাপন

জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার পরিমাণ ৯৫ শতাংশ। তবে আরও নিশ্চয়তার ভিত্তিতে ১ দশমিক ৪ শতাংশ এদিক-সেদিক হতে পারে।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার নেওয়া হয় সিএপিআই পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে।

জরিপ অনুসারে, জাতীয় পার্টিকে ভোট দেবেন ৫ শতাংশ ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন ৪ শতাংশ ভোটার। এবং অন্যান্য দলকে ভোট দেবেন ৮ শতাংশ ভোটার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের ওপর দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও সন্তুষ্টি রয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ ড. ইউনূসকে সমর্থন করেছেন, আর ৭০ শতাংশ বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া আগামীতে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০ শতাংশ মানুষ।

বিজ্ঞাপন

তারেক রহমান কি দেশের পথে?
২ ডিসেম্বর ২০২৫ ১৩:১১

আরো

সম্পর্কিত খবর