Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপি নেতা ডা. জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪

ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপি নেতা ডা. জাহিদ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন এবং সব বিষয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দেশের মানুষের ভালোবাসা ও দোয়ার কারণে আশা করছি খালেদা জিয়াকে সুস্থভাবে দেখার সুযোগ হবে।’

বিজ্ঞাপন

ডা. জাহিদ সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান, কোনো গুজবের প্রতি কান না দেওয়া এবং ধৈর্য ধারণ করা। তিনি দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বানও জানান।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর