ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে বাকস্বাধীনতা হরণের আওয়ামী-বাকশালি কৌশল রপ্ত করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিবৃতিতে ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর ভিপি পদধারী সাদিক কায়েম শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাকস্বাধীনতা হরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে তিনি আওয়ামী-বাকশালি কৌশল রপ্ত করেছেন। তার মামলা সন্ত্রাস মিম পেইজ, ট্রল পেইজসহ নানা অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ছাত্রদল এই কর্মকাণ্ডকে ছাত্রশিবিরের অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সাদিক কায়েমের মামলা বানোয়াট ও ভিত্তিহীন, এবং অভিযোগগুলো সাইবার সুরক্ষা আইন বা অন্যান্য কোনো আইনের অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে প্রমাণিত নয়। ছাত্রদল অভিযোগ করেছেন, আইনি প্রক্রিয়ার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করাই তার উদ্দেশ্য।
বক্তারা বলেন, এই ধরনের ঘটনা ডাকসুর ভিপি পদকে কলঙ্কিত করেছে এবং শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করেছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাদিক কায়েমকে অনুরোধ করেছেন, আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করুন।