Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছেন ডা. রিচার্ড বিলি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে তার চিকিৎসা শুরু করেছেন।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা আরও উন্নত করতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে তার চিকিৎসা শুরু করেছেন। তথ্যটি বিএনপি মিডিয়া সেল জানিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় ডা. রিচার্ড বিলি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এদিন বিকেলে চীন থেকে আরও চার জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছাবেন। তারা হলেন— ডা. কাই জিয়ানফাং, ডা. ইউয়ান জিন, ডা. ঝাং ইউহুই ও ডা. মেং হং। তাদেরকেও বিমানবন্দরে স্বাগত জানানো হবে।

বিজ্ঞাপন

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালের মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার গভীর মূল্যায়নের জন্য বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেছে।

বিএনপি মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। হাসপাতালের মেডিকেল বোর্ড ইতিমধ্যেই প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন।

বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চেয়ারপারসন এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর