Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া ফের জনগণের মাঝে ফিরে আসবেন: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৪:১৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০২

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটি মানুষের দোয়ায় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণে বেগম জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। শুধু বিএনপি নয়, পুরো জাতিই তার সুস্থতার জন্য দোয়া করছে।’

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই।’

রিজভী জনগণের ওপর বিশ্বাস না রেখে দেশের শাসন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি সতর্কবার্তা দেন এবং সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর