Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির কৃষি সেলের প্রধান হলেন গোলাম মর্তুজা সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২১

গোলাম মর্তুজা সেলিম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষি সেল সম্পাদক হিসেবে গোলাম মর্তুজা সেলিমের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোলাম মর্তুজা সেলিম বর্তমানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং দলটির পক্ষ থেকে ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর নাগরিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক এবং এনসিপির কৃষিবিদ উইংয়ের প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সেলিম সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কৃষি সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব মাহদী। সেলের সদস্য হিসেবে রয়েছেন জয়নাল আবেদীন শিশির, অ্যাডভোকেট সাকিল আহমাদ, আসাদ বিন রনি, ফিহাদুর রহমান দিবস, তৌহিদ আহমেদ আশিক, ইফতেখারুল ইসলাম ও উমর ফারুক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর