Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির সঙ্গে সমঝোতার আশা এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও বিএনপি অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন করেছে। তবুও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো সম্ভাব্য সমঝোতার পথ খোলা দেখছে। দলটির নেতাদের ধারণা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতিতে এমন পরিবর্তন আসতে পারে, যা বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার সুযোগ তৈরি করবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আগামী দু–তিন দিনের মধ্যেই ৩০০ আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। যদিও দলটি মূলত এককভাবেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে শেষ মুহূর্ত পর্যন্ত জোটে যাওয়া বা আসন সমঝোতার সম্ভাবনা উন্মুক্ত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এরইমধ্যে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে এনসিপির প্রত্যাশিত কয়েকটি আসনও। বৃহস্পতিবার বিএনপির দ্বিতীয় দফা তালিকায় ঢাকা–৯ ও ঢাকা–১৮ আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ায় অনেকে মনে করছেন—এই দুই আসনে এনসিপি–বিএনপি সমঝোতার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

এদিকে এনসিপির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়–১, তাসনিম জারা ঢাকা–৯ এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–১৮ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ এবং সদস্যসচিব আখতার হোসেন রংপুর–৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তবে এসব আসনে বিএনপি ও জামায়াত ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে।

দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, একক লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি জোট–সমঝোতা নিয়েও আলোচনা চলছে। জামায়াতসহ সমমনা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগও অব্যাহত রয়েছে। জোটে গেলে লাভ–ক্ষতি কী হবে—তা নিয়েও নীতিনির্ধারকদের মধ্যে মূল্যায়ন চলছে। গত ১০ অক্টোবর এনসিপির নির্বাহী কাউন্সিল সভায় দলের একটি অংশ জামায়াতের সঙ্গে জোটের পক্ষে মত দেয়।

এ ছাড়া গত নভেম্বরের শেষ দিকে বিএনপি–জামায়াতের বাইরে এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে নতুন একটি জোট গঠনের উদ্যোগে এনসিপি যুক্ত হয়েছিল। ২৭ নভেম্বর রাজধানীতে জোটটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। ‘আপ বাংলাদেশ’কে জোটে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে এনসিপির আপত্তি এবং গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে উদ্যোগটি ভেস্তে যায়।

সংশ্লিষ্ট দলগুলোর নেতারা বলছেন, আপাতত নতুন কোনো জোট গঠনের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও এনসিপি শেষ সময় পর্যন্ত সমঝোতার জানালা খোলা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর