ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশবাসী, আটদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী এবং সমাবেশে অংশগ্রহণকারী জনতাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, অল্পসময়ের প্রস্তুতিতেও যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে আটদলের বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে, তা সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের তৎপরতা এবং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনের ৫ দফা দাবির যথার্থতা প্রমাণ করছে।
চরমোনাই পীর সাংবাদিক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন, কারণ সারাদেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার বিষয়ে ঐক্যবদ্ধ এবং ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে সমর্থন জানিয়েছে।’