ঢাকা: বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশেই বনানী সামরিক কবরস্থানে তার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের সময় বনানী সামরিক কবরস্থানে প্রবেশ করেন তারেক রহমান। এরপর তিনি তার শ্বশুরের কবরের সামনে দাড়িয়ে ফাতেহা পাঠ করে দোয়া মোনাজাত করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, চেয়ারপারসনের সিকিউরিটি টিমে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম। তারেক রহমানের পিএস আবদুর রহমান সানি, এপিএস নূর উদ্দিন অপু, বিশেষ সহকারি আতিকুর রহমান রুমনসহ অন্যরা।
এর আগে, সকালে ১১টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও শহিদ ওসমান হাদির কবরে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। তারপর তিনি চলে যান আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। সেখানে নিজের এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করে বনানী কবরস্থানে যান।