Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট দলে যোগ দিল এলডিপি ও এনসিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৩

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আট দল।

ঢাকা: যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় নতুন যুক্ত হওয়া দলের নাম ঘোষণা করেন তিনি।

গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল।

বিজ্ঞাপন

নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনি সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আজহারী, ডেভলেপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মজিবুর রহমান হামিদী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি হামিদুর রহমান আজাদ।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর