ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সিলেট থেকে শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো দাফতরিক কার্যক্রম শুরুর দিনেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে এই সফরসূচি নিয়ে আলোচনা করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ জানুয়ারি) তারেক রহমানের সিলেট সফরের পরিকল্পনা রয়েছে। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।
তারেক রহমানের সফরের সময়কাল হতে পারে তিনদিন। এই সময়ে তিনি সিলেট ও বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলো যেতে পারেন।
উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট। আর বগুড়া তার নির্বাচনি এলাকা।