Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির রবিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৯

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৭৭ ঢাকা-৪ সংসদীয় আসনের “ধানের শীষ” প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তানভীর আহমেদ রবিন বলেন, আমার এলাকার মানুষ সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। তারা আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন এবং এলাকার মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি ভালোভাবে জানি। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার বাবা এই এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে যত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, কালভার্ট, রাস্তা-ঘাট সবই বিএনপির আমলে হয়েছে। ব্যাপক উন্নয়ন ঘটেছে বিএনপির আমলে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই। নির্বাচনের ঠিক পরের দিন থেকে, আমি এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ শুরু করব এবং তাদের প্রত্যাশা পূরণে নিয়োজিত থাকব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর