Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:০২

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বরব) সন্ধ্যায় এই ঘোষণা দেন নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। আপাতত নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান নাহিদ ইসলাম।

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একই সাথে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর