Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে চলছে কোরআন খতম

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ে কোরআন খতম শুরু হয়েছে। কালো পতাকা উত্তোলন করা হয়েছে। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি থাকায় তা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফজরের ঠিক পর, সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিজ্ঞাপন

নতুন বছরে কি করবেন, কি পড়বেন?
৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর