Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার স্মরণে রেলপথ মন্ত্রণালয়ে দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২২:১০

রেলপথ মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

ঢাকা: বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং ৯৩০) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন, তার আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি দেশে গণতন্ত্রের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নে বেগম জিয়ার ভূমিকা তুলে ধরেন।

বিজ্ঞাপন

আলোচনাসভা শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর