Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম জিয়ার স্বপ্নের সব রঙের বাংলাদেশ গড়বে বিএনপি: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৯:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাশা অনুযায়ী বিএনপি একটি ‘সব রঙের বাংলাদেশ’ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নগরীর প্যারেড মাঠে বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রয়াতের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে- বাংলাদেশ হবে রেইনবো নেশন। সব রঙ মিলে রঙধনু হয়েছে। সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।’

বিজ্ঞাপন

‘আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। এটা আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই।’

এ দেশ অনেক অশান্তির মধ্য দিয়ে অতিক্রম করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘আগামীতে আমরা সকলে মিলে একটি দেশ গড়তে চাই, যে দেশ প্রত্যেকটি মানুষের অধিকার হবে বাংলাদেশি হিসেবে।’

তিনি বলেন, ‘আগামী দিনে কোনো বৈষম্য সৃষ্টির কোনো সুযোগ থাকবে না। আমরা সেটাকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। মৃত্যুঞ্জয়ী মহীয়সী দেশনেত্রী আজ আমাদের মধ্যে আর নেই। কিন্তু উনার চেতনা আমরা আজীবন ধারণ করব।’

ড. জ্ঞানশ্রী মহাথেরোর দর্শন অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ এক জায়গায় থাকবে বলে মন্তব্য করেন আমীর খসরু।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানও বক্তব্য দেন।

দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যায় জ্ঞানশ্রী মহাথেরোকে রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে নিয়ে যাওয়া হয়।

গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন বৌদ্ধগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশ্রী মহাথেরো।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর