Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ শীর্ষ নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকায় আগামী ৯ জানুয়ারির জাতীয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সন্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, শহিদ ওসমান হাদির খুনিকে গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে এ সমাবেশের ডাক দিয়েছিল দলটি।

সভায় আরও উপস্থিত ছিলেন- দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারি মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর