Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১২:০২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৩:০২

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা: ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২ জানুয়ারি) সকালে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিন সকাল সাড়ে ১০টার পর শুরু হয় মনোনয়নপত্র বাছাই কার্যক্রম।

এ সময় প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা যাচাই এবং হলফনামায় দেওয়া তথ্য পর্যালোচনা শেষে চৌধুরী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ।

এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

ইশরাক হোসেন নির্বাচনি হলফনামায় অনুযায়ী, চারটি ভিন্ন উৎস মিলিয়ে বছরে তার মোট আয়ের পরিমাণ এক কোটি ৩০ লাখ টাকার কাছাকাছি। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ জানিয়েছেন ৭ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি।

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পেশা হিসেবে দেখিয়েছেন ব্যবসাকে। হলফনামা অনুযায়ী, ৩৮ বছর বয়সী ইশরাকের শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার নামে বর্তমানে কোনও ফৌজদারি মামলা নেই জানিয়ে ইশরাক হলফনামায় লিখেছেন, আগে বিভিন্ন সময়ে মোট ২১টি মামলা দায়ের করা থাকলেও সবগুলোতেই অব্যাহতি পেয়েছেন তিনি।

আয়ের উৎস হিসেবে যে চারটি খাত দেখিয়েছেন ইশরাক, সেগুলো হলো- বাড়ি/অ্যাপার্টমেন্ট/বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া, শেয়ার বা বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত, চাকরি ও অন্যান্য। এর মধ্যে চাকরি ও অন্যান্য দুই উৎস থেকেই আয়ের পরিমাণ ৬২ লাখ টাকার কিছু বেশি দেখিয়েছেন ইশরাক।

অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকার পরিমাণ ১১ লাখ টাকার কিছু বেশি, ব্যাংকে জমা টাকার পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি। বন্ড, ঋণপত্র, শেয়ার মিলিয়ে সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৪ লাখের কিছু বেশি। সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট মিলিয়ে ১ কোটি ১৩ লাখের কিছু বেশি। আসবাবপত্র ২ লাখ ৩১ হাজার টাকার কিছু বেশি।

স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির পরিমাণ ৩০ লাখ ২৫ হাজারের কিছু বেশি, অকৃষি জমির পরিমাণ ৩৪ লাখ ৬৬ হাজারের কিছু বেশি। সব মিলিয়ে স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকার কিছু বেশি। তার নামে কোনও ঋণ বা দেনা নেই বলে দাবি করেছেন ইশরাক।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

নতুন শর্টফিল্মে হৃদয়-মোনালিসা
৩ জানুয়ারি ২০২৬ ১৭:২৮

আরো

সম্পর্কিত খবর