Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীর কাসেমের ছেলে আরমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৭:২০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪

‎ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান।

‎ঢাকা: ‎ঢাকা-১৪ (মিরপুর-শাহআলী-দারুস সালাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তার প্রার্থিতা নিশ্চিত করেন।

‎রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় দেওয়া তথ্য এবং অন্যান্য নথিপত্র আইনানুযায়ী সঠিক থাকায় তার মনোনয়ন গ্রহণ করা হয়েছে।

‎মীর আহমাদ বিন কাসেম আরমান জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রয়াত মীর কাসেম আলীর কনিষ্ঠ পুত্র।

‎ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বিজ্ঞাপন