ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মাহমুদুর রহমান সম্প্রতি প্রয়াত বিশিষ্টজনদের স্মরণে এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন। কার্যালয়ে পৌঁছে তিনি প্রথমে সেখানে সংরক্ষিত শোক বইয়ে সই করেন। এরপর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।
মাহমুদুর রহমানের এই সফরের সময় তার সঙ্গে ছিলেন দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল। এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর তারেক রহমানের সঙ্গে এটিই মাহমুদুর রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।