Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি প্রথম বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১২:৫০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আজ প্রথম বৈঠক করবে। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় গুলশানে দলের নির্বাচনি অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপি ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম খান, এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু, এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

কমিটির সদস্যরা দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীদের মধ্যে থেকে নির্বাচন করা হয়েছে। উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে আছেন মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান (সোহেল), জিয়াউদ্দিন হায়দার, মঞ্জুর হোসাইন আলমগীর, মাহদি আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ ও জুবায়ের বাবু।

তাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, আবদুল কাইয়ুম, গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আবদুস সাত্তার, মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, অধ্যাপক হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী বাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আবদুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, দলীয় সমন্বয় এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এমপি