চট্টগ্রাম ব্যুরো: আমৃত্যু চট্টগ্রামের মানুষের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
রোববার (৪ জানুয়ারি) অষ্টম জাতীয় সংসদে নিজের দেওয়া ভাষণের ওপর প্রকাশিত বিশেষ সংকলন ‘সংসদীয় ভাষণ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি কথা দিচ্ছি, আমি চট্টগ্রামের বাইরে কোথাও যাব না। আমার ঢাকায় কোনো ঠিকানা নেই। চট্টগ্রামই আমার ঠিকানা। চট্টগ্রামেই আমার বাসা, আমার আশ্রয়স্থল। আমৃত্যু আমি চট্টগ্রামের মানুষের জন্য কাজ করে যাব।’
তিনি বলেন, ‘অতীতে সংসদে আমি শুধু নিজ নির্বাচনি এলাকা সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়ন নয়, বরং চট্টগ্রামের বড় বড় সমস্যা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও কথা বলেছি। এই বইতে সবকিছু স্থান পেয়েছে। আগামীদিনেও চট্টগ্রাম ও দেশের স্বার্থে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখব, এই অঙ্গীকার আমি করছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ‘শাহজাহান চৌধুরী একজন আদর্শবাদী নেতা। তিনি অতীতেও সংসদে চট্টগ্রামের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। নির্বাচিত হলে ভবিষ্যতেও তিনি চট্টগ্রামের বিষয়গুলো আরও জোরালোভাবে জাতীয় সংসদে উপস্থাপন করবেন-এমন প্রত্যাশা সবার। সংসদে দেওয়া তার বক্তব্য আজ বই আকারে প্রকাশিত হয়েছে। এতে করে আগামী প্রজন্ম জানতে পারবে তিনি সংসদে কী বলেছিলেন।’
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম বলেন, ‘শাহজাহান চৌধুরী যেভাবে বাংলাদেশ ও নিজ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি পায়ে হেঁটে এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করেন এবং উন্নয়নের জন্য কাজ করেন। এ ধরনের জনবান্ধব নেতৃত্ব থেকে শেখার অনেক কিছু রয়েছে। আন্তর্জাতিক বিষয়েও শাহজাহান চৌধুরীর দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন, কাশ্মীরসহ আন্তর্জাতিক নানা ইস্যুতে তিনি জাতীয় সংসদে যে বক্তব্য রেখেছেন, তা শিক্ষণীয়। ভিন্নমত থাকলেও চট্টগ্রামের উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সংকলনের প্রকাশনা প্রতিষ্ঠান তাফহীম পাবলিকেশনের সত্ত্বাধিকারী মুহাম্মদ আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম ও এটিএন বাংলার ব্যুরো প্রধান আবুল হাসনাত।