Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলে যেন ফ্যাসিস্টের দোসররা অনুপ্রবেশ করতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৬:০১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলে যেন ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে দলগুলোকে সজাগ থাকতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক দলের পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যেন সুযোগ নিতে না পারে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রচার-প্রচারণা ও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে যেকোনো সময়, যেকোনো স্থানে প্রবেশ করতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি সভায় সিদ্ধান্ত হয়েছে, কোনোভাবেই রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো