Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণ জটিলতা
নির্বাচন করতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫৯

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

কুমিল্লা: খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারালেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী পুনরায় ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিজ্ঞাপন

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ব্যাংকের প্রাপ্য ঋণ পরিশোধে ব্যর্থতার বিষয়টি বিদ্যমান থাকায় তাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই।

উল্লেখ্য, এর আগে ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি স্থগিত করে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সে সময় ওই আদেশ দেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে সর্বশেষ স্থগিতাদেশ দেওয়া হয়।

এদিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।

আইনগত এই জটিলতায় দেবিদ্বার আসনের নির্বাচনি পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এ বিষয়ে জানার জন্য মঞ্জুরুল আহসান মুন্সীর মোবাইল নাম্বারে একাধিক বার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর