Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় কারাগারে গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৯:০৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ২১:৪১

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী আশরাফুল আলম শিমুলকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবীর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা কালী মন্দিরের সামনে থেকে আশরাফুল আলমকে আটক করা হয়। পরে শাহবাগ থানায় তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপুকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

আদালতে আসামিরপক্ষে অ্যাডভোকেট নাজমুল আলম, শরীফুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। ওই ঘটনায় তার খালা রুমা বেগম ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম