ঢাকা: পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
জামায়াত আমিরের সফরসঙ্গী তার ব্যক্তিগত সহকারী (পিএস) নজরুল ইসলাম জানান, এর আগে লন্ডন সফরের সময় জামায়াত আমিরের ওমরা পালনের কথা ছিল। শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে তার জানাজায় অংশ নিতে ওই সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন। আগের সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন।
তিনি আরও জানান, জামায়াত আমির ঢাকা থেকে সরাসরি মদিনার ফ্লাইটে বুধবার রাতে সেখানে পৌঁছান। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসুল (সা.) এর রওজা জিয়ারত করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তিনি মক্কায় পৌঁছাবেন এবং ওমরাহ পালন করবেন।
তারপর সেখান থেকে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেদ্দা হয়ে দেশের উদ্দেশে রওনা করবেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।