Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি ক্ষমতাবান এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২০:২৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ২১:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: ক্ষমতার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নগরীর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে দেখিয়ে দিয়েছেন। তিনি কিন্তু বাসে করে গেছেন, বাসে বসে হাত নেড়েছেন। জিপের ভেতরে বসে কিংবা দাঁড়িয়ে হাত নাড়েননি। রাস্তায় সিগন্যাল লাইটে সংকেত দেখলেই গাড়ি দাঁড় করিয়ে ফেলেছেন, ড্রাইভারকে বলেছে- দাঁড়াও, সবাই দাঁড়াচ্ছে যখন আমি কেন দাঁড়াব না? এটাই নতুন চিন্তা নতুন রাজনীতি। আমি ক্ষমতাবান, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। জনসাধারণের যেটা সুবিধা সেটা করতে হবে। ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, দেশের মানুষই একমাত্র ক্ষমতার মালিক।’

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বেগম জিয়া আমাদের দেশপ্রেম শিখিয়েছেন। স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে দাঁড় করিয়েছেন। আমাদেরকে সাহসের সঙ্গে লড়তে শিখিয়েছেন। আমরা বারবার জেলে গিয়েছি, নির্যাতিত হয়েছি কিন্তু সাহস হারাইনি। এটি উনার কাছ থেকে শিখেছি। দেশনেত্রী বেগম জিয়া নিজ স্বার্থের জন্য কোনো আপস করেননি, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করেননি।’

‘আমৃত্যু আধিপত্যকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। জীবনের বেশিরভাগ সময় তিনি দেশের মানুষের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। জেলে গেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু আপস করেননি। উনি আপস করলে আমাদের এই সাহস হতো না।’

বহুল আলোচিত এক-এগারো পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘ যারা দেশ বিক্রি করে দিয়েছেন, দুর্নীতি করেছেন, নিজের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করেছেন তারা কিন্তু এখন কেউ রাজনীতিতে নেই। এরশাদের সঙ্গে অনেকে সমঝোতা করে নির্বাচনে গেছেন। এক-এগারো সরকারের সঙ্গে সমঝোতা করেছেন। কিন্তু বেগম জিয়া সমঝোতা করেননি, বিএনপি সমঝোতা করেনি। তাই বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দল।’

এ সময় নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মুবিন, মনজুর আলম, সদস্য মফিজুল হক ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল ও তসলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর