Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২২:৩৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৮:১৯

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে দলটির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমান।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছে। ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষ মুক্তির পর খালেদা জিয়া সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তিনি মুক্তি পেলেও রাজনীতিতে আর ফেরেননি। পরে খালেদা জিয়া অসুস্থ হয়ে গেল দীর্ঘ  ১৭ বছর প্রবাসে থেকে তিনি বিএনপির হাল ধরেন। পরে গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। এরপর থেকেই তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার বিষয়টি আলোচনায় আসে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর