ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভা চলছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার সময় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরূমে এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে দৈনিক পত্রিকা, টেলিভিশন, রেডিও, অনলাইন পোর্টালের সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত আছেন।
উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা।
সম্পাদকদের মধ্যে আছেন, শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।