ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) দমন করা না গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। একই সঙ্গে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে (ইসি) আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে দলীয় প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেন, ‘মবের কারণে বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্রে থাকা সংশোধনযোগ্য ত্রুটিগুলোও সংশোধনের সুযোগ দিতে পারেননি। আমরা আশা করি, নির্বাচন কমিশন এই মব সংস্কৃতি শক্ত হাতে দমন করবে। অন্যথায় গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না।’
ইসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘‘আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন দেখাবে যে তাদের ‘দাঁত’ আছে। শুধু কামড় দিলেই হবে না, প্রয়োজনে দাঁতসহ শক্ত কামড় দিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করতে হবে।”
নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও সরকারের ওপর ইসির পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে সব সরকারি ব্যবস্থা। এই ক্ষমতা কমিশনকে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। দেশের সার্বিক নিয়ন্ত্রণ যে এখন নির্বাচন কমিশনের হাতে—তা প্রমাণ করার এটাই সময়।’
শুনানি শেষে শামীম হায়দার পাটোয়ারী আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত একটি নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।