Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২টি আসনেই প্রার্থিতা ফিরে পেলেন জাগপা’র রাশেদ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:০০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৭

২টি আসনেই প্রার্থিতা ফিরে পেলেন জাগপা’র রাশেদ প্রধান।

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার আপিল আবেদন মঞ্জুর করে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

শুনানি শেষে রাশেদ প্রধান বলেন, ‘আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশংকা এখনও আছে। সারা দেশে বিএনপির ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।’

রাশেদ প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাগপা’র প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

এর আগে, ৩ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। পরে ৬ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেই আপিলে আজ শনিবার প্রার্থিতা ফিরে পান জাগপা নেতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর