Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস
১০ জানুয়ারি ২০২৬ ১৮:৫২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৩

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মার।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। অপরদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন। এ সংক্রান্ত একটি ভিডিও বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। পরে তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে একই দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিকেল ৪টার কিছু আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল কার্যালয় ত্যাগ করে।

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর