Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিনা তালুকদারসহ ৮ নেতাকে দলে ফেরাল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৫:২৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:১৪

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি–আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত আট নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

রোববার (১১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার ও অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

যাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম।

বিজ্ঞাপন

এ ছাড়া সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারকেও দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদে পুনর্বহাল করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর