Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ পরিবর্তনের জন্য সৎ নেতৃত্ব প্রয়োজন: কামাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৬:০১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:১৩

ঢাকা: দেশ পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব নয়।

রোববার (১১ জানুয়ারি) ডেমরায় স্থানীয় শতাধিক ছাত্র-জনতার জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ও অসৎ নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তর করা যায়নি। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন নেতৃত্ব যে নেতৃত্বে থাকবে না দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখল-লুটপাট। এমন নেতৃত্বের হাত ধরেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।’

বিজ্ঞাপন

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গণভোটে ‘হ্যাঁ’ মানে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন, আর ‘না’ মানে আবারও স্বৈরাচারের ফিরে আসা।”

তিনি দাবি করেন, জুলাই সনদে জনগণের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আইনি ভিত্তি নিশ্চিত হলে দেশে আর কোনো স্বৈরশাসনের সুযোগ থাকবে না।

কামাল হোসেন আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়িত হলে খুন, ধর্ষণ, লুটপাট, দখল ও চাঁদাবাজির রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। এর মধ্য দিয়েই একটি কল্যাণমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হবে।” তিনি বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

ডেমরা উত্তর থানা আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ও ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী হাফেজ ইসমাইল আদনান, থানা কর্মপরিষদ সদস্য সাহেব আলী ও ইসহাক তানভীর, ওয়ার্ড সভাপতি ওমর ফারুখ, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।