Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে জুলাই ঐক্যের স্মারকলিপি: জাপা ও ১৪ দলের মনোনয়ন বাতিলের আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৬:২৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:২৭

নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’।

ঢাকা: জাতীয় পার্টি (জাপা), ১৪ দলীয় জোট ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলসহ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সংগঠনটির প্রতিনিধি দল ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণহত্যাকারী ও তাদের সহযোগীদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার জোর দাবি জানানো হয়েছে।

প্রধান দাবি ও অভিযোগ:

  • ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২৪৪টি আসনে প্রার্থী দিয়েছে, যারা গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের সহায়ক হিসেবে কাজ করেছে।

    বিজ্ঞাপন
  • গণহত্যাকারীদের অংশগ্রহণ: ২৪-এর গণ-অভ্যুত্থানে জড়িত নিষিদ্ধ সংগঠনের নেতা ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ জুলাই বিপ্লবের স্পিরিটের পরিপন্থী।

  • প্রশাসনিক সংস্কার: বর্তমান প্রশাসনের অনেক কর্মকর্তা ২০১৮ ও ২০২৪-এর বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন। জুলাই ঐক্য তাদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছে।

  • ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও আস্থার সংকট: কোনো বিশেষ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

  • নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধার: প্রার্থীর খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। নির্বাচনের দিন বডি-ওর্ন ক্যামেরা নিশ্চিত ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।

স্মারকলিপি প্রদান শেষে প্রতিনিধি দল হুঁশিয়ারি দিয়েছেন, ‘দাবিগুলো পূরণ না হলে ছাত্র-জনতা ও শহিদ পরিবারের সদস্যরা রাজপথে ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, যার দায়ভার ইসিকেই নিতে হবে।’

এর আগে, সকাল ১২টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে জুলাই ঐক্যের নেতাকর্মীরা মিছিল করে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করেন এবং পরে পুলিশের বাধার মুখে একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর