Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল কলেজ বন্ধ করা নিয়ে বক্তব্যের জেরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৯:১৫

বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেবার বক্তব্য ভাইরাল হবার পর বক্তব্য প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি দাবি করেন তার বক্তব্যটি বিকৃত করে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়েছে একটি গোষ্ঠী।

সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, ‘এক সময় এই মেডিকেল কলেজ ছাত্রলীগের দখলে ছিল এবং সেই সময়কার আওয়ামীপন্থী অধ্যক্ষ এখনো আছেন। বর্তমানে আওয়ামী লীগ ও জামায়াত সেখানে এক হয়ে ছাত্র রাজনীতি বন্ধের মাধ্যমে ছাত্রদল কে ক্যাম্পাস থেকে দূরে রাখতে চক্রান্ত করছে।’ এই মেডিকেলের ছাত্ররা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের লেখাপড়ার ঝুঁকি ও হুমকি ধামকিসহ নানা ভয়ভীতি দেখানো হচ্ছে এমন তথ্য জানার পর তিনি তার প্রতিবাদ স্বরুপ সেদিন ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ ধরনের অপরাজনীতি থেকে বের না হলে হয়তো আগামীতে ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে।’ যেখানে মেডিকেল কলেজ বন্ধ হতেও পারে এমন আবেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন বলে তিনি সাংবাদিকদের জানান। তার কথার উদ্দেশ্য যারা বুঝতে পারেননি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে অনতিবিলম্বে ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি চালু করার দাবি জানান।

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা বলেন, ‘মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ রেখেছে একাডেমিক কাউন্সিল। যেকোনো ছাত্র সংগঠন মেডিকেলে ছাত্র রাজনীতি করতে চেয়ে আবেদন করলে আবার একাডেমিক কাউন্সিল যে সিদ্ধান্ত নিবে সেভাবে চলবে। এতে আমার কোনো বিষয় নেই।’

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ড্যাবের আয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজে খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্ররাজনীতি বন্ধ ও ওই অনুষ্ঠানে কলেজ ছাত্ররা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। সে সময় তিনি বলেন, ‘ছাত্ররাজনীতি বন্ধ করা হলে মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হবে।’

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সমালোচিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর