Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের শিশির মনিরের নির্বাচনি বৈঠকে আ.লীগ নেতার বক্তব্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২৩:০২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:০৭

জামায়াতের বৈঠকে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নেতা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার শিশির মনিরের নির্বাচনি বৈঠকে বক্তব্য দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এমন একটি ভিডিও দিরাই উপজেলার বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকাবাসীর আয়োজনে একটি নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে হাতে মাইক নিয়ে বক্তব্য দিচ্ছেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া।

তিনি বলছেন, ‘একটি ঘরের চেয়ে দরজা ছোট, দরজা থেকে তালা ছোট, আর তালা থেকে চাবি আরও ছোট। কিন্তু এই ছোট চাবির মূল্য অনেক বেশি। ঠিক তেমনি ভোট হচ্ছে সবচেয়ে মূল্যবান চাবি। সেই উন্নয়নের চাবি আমরা কার হাতে দিতে চাই-সব বক্তব্যে স্পষ্ট, সেই যোগ্য ব্যক্তি মোহাম্মদ শিশির মনির।’ এ সময় জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে তার বাম পাশে বসে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে গোলাপ মিয়া বলেন, ‘কয়েকবছর আগে আমি কিছুদিন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। বর্তমানে আমার কোনো পদ-পদবি নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। ভোট তো কাউকে দিতে হবে। তাই একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে এলাকার স্বার্থে শিশির মনিরের বৈঠকে বক্তব্য দিয়েছি।’

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর