Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত নেতা আনোয়ারুল্লাহ হত্যার ঘটনায় তীব্র নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ০৯:১৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৭

ঢাকা: ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলানগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ও হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, গত সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আনোয়ারুল্লাহকে নিজ বাসায় নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।

বিজ্ঞাপন

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ চুরি বা বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি ছিল পরিকল্পিত ও ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড। ভোররাতে একটি আবাসিক এলাকায় গ্রিল কেটে দীর্ঘ সময় ধরে বাসার ভেতরে অবস্থান করে একজন মানুষকে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যাওয়া দেশের নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে।

তিনি আরও বলেন, নিহত আনোয়ারুল্লাহ ছিলেন একজন মানবিক হোমিও চিকিৎসক ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি। হত্যার আগে হামলাকারীদের কথাবার্তা ও আচরণ থেকে স্পষ্ট, এটি শুধু লুটপাটের ঘটনা নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড। এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যদি কোনো নাগরিকের জীবন নিরাপদ না থাকে, তাহলে রাষ্ট্র তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর