Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতসহ ১১ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১০:১৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১১:৪১

ঢাকা: জামায়াত-চরমোনাইসহ ১১ দলের নির্বাচনি সমঝোতার চূড়ান্ত প্রার্থী তালিকা বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে আগামীকাল বিকাল ৪টা ৩০, ইনশাআল্লাহ।”

জানা গেছে, বিকাল চারটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে বুধবার সকাল পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হয়নি।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও অন্যান্য দলের নেতারা দিনভর বৈঠক করে আসন সমঝোতা চূড়ান্ত করেন। তবে ইসলামী আন্দোলনের কিছু আসন নিয়ে অসন্তোষ রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসেরও কিছু বিষয় বাকি থাকায় বুধবার দুপুরের আগে আরেক দফা বৈঠকে তা চূড়ান্ত হবে।

জানা গেছে, আসন বণ্টনে সবচেয়ে বেশি দরকষাকষি হয়েছিল ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটি ৭০টির বেশি আসন আশা করলেও চূড়ান্তভাবে ৪৫টি পেয়েছে। এই নিয়ে তারা সমঝোতায় থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

জামায়াত সূত্র জানায়, ইসলামী আন্দোলনসহ সবাইকে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে উপস্থিতি নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি দলটি। কোনো কারণে তারা উপস্থিত না থাকলে বাকি দলগুলোর সমন্বয়েই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

এর আগে রোববার জামায়াতের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টিকে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়। এছাড়া শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টির বেশি আসন, খেলাফত মজলিসকে ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ২টি আসন দেওয়া হয়েছে। জাগপা, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসকে আসন দেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘মঙ্গলবারের বৈঠকে সমঝোতার কাজ প্রায় শেষ হয়েছে। বাকি কিছু বুধবার দুপুরের আগে চূড়ান্ত হবে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

বিশ্বকাপ এখন বাংলাদেশে
১৪ জানুয়ারি ২০২৬ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর