ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দিতে জামায়াতসহ ১১ দল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) অনুষ্ঠিত হবে। ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশের কোনো নেতা অংশ নেবেন কি না তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, দলটি যে আসনগুলো দাবি করেছে তা জোটের অন্যরা মানতে রাজি নয়; বিকাল পর্যন্ত সমঝোতার চেষ্টা করা হবে। সমঝোতা না হলে ইসলামি আন্দোলন আলাদা সংবাদ সম্মেলন আয়োজন করতে পারে।