বগুড়া: কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে যুবদল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আর বলেন, ‘প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে সেটিও একটি সুক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি খুব শিগগিরই বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসবেন। জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে তারেক রহমান শীর্ষে অবস্থান করছেন। আর এ কারণেই কোনো কোনো মহল তার জনপ্রিয়তাকে হিংসার চোখে দেখছে।’
‘দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। কোনো কারণে সফরটি স্থগিত হলেও বগুড়ায় আসার ব্যাপারে তার প্রবল আগ্রহ রয়েছে।’ জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।
মুন্না বলেন, ‘যুবদল সারাদেশের মাঝে বৃহৎ একটি সংগঠন। বৃহৎ এই জনবলের প্রধান কাজ হবে সাধারণ মানুষের দোরগোঁড়ায় গিয়ে ভালোবাসা ও আস্থা অর্জন করা।’
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভায় সাংগঠনিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনি কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফারুকে আজম, অ্যাড. এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।